• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

ফুটবল

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে মুখোমুখি যারা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২৪

ক্রীড়া ডেস্ক: 

জমকালো আয়োজনের মধ্যদিয়ে সুইজারল্যান্ডের লিয়নে হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র। শুক্রবার (১৫ মার্চ) এ ড্র অনুষ্ঠিত হয়। সূচি অনুযায়ী আগামী ৯ এপ্রিল হবে প্রথম লেগ আর ১৬ এপ্রিল হবে দ্বিতীয় লেগ

রাউন্ড অব সিক্সটিনের বাধা টপকে কোয়ার্টারে জায়গা করে নিয়েছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার সিটি, আর্সেনালা, অ্যাথলেটিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখ।

আজকের অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালে রেকর্ড ১৪ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে। গত মৌসুমে এ দু‘দল মুখোমুখি হয়েছিল সেমিফাইনালে। যেখানে কার্লো আনচেলত্তির দলকে রীতিমতো উড়িয়ে দেয় ম্যানচেস্টার সিটি। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে ফাইনালে উঠে। আর শেষ পর্যন্ত শিরোপাখরা কাটায় পেপ গার্দিওলার শিষ্যরা।

আরেক কোয়ার্টারে চার বছর পর সুযোগ পাওয়া পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ২০২০ সালের রানার্সআপ পিএসজিকে।

১৪ বছর পর কোয়ার্টারে সুযোগ পাওয়া ২০০৬ সালের রানার্সআপ আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে।তিনবারের রানার্স আপ আতলেতিকো মাদ্রিদ খেলবে ১৯৯৭ সালের চ্যাম্পিয়ন ডর্টমুন্ডের বিপক্ষে।

সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচের জয়ী দল খেলবে পিএসজি-বার্সেলোনা ম্যাচের জয়ী দলের বিপক্ষে। আরেকটিতে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ ম্যাচের জয়ী দল খেলবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি ম্যাচের জয়ী দলের বিপক্ষে।

bk-asif

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads